ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
সাথিরা মিলে ফজরের নামাজ ও দীর্ঘ সময় জিকির শেষে আমরা যাত্রা শুরু করি ‘ওয়াদি সাহু’ অভিমুখে। ঐতিহাসিকদের মতে, এটি ছিল প্রিয় নবী (সা.)-এর নিয়মিত যাতায়াতের পথ। এই স্থানটি মূলত একটি উচ্চভূমি, যেখান থেকে দূর দিগন্তে মদিনা মুনাওয়ারার জনপদ দৃশ্যমান হতে শুরু করে। এরপর থেকেই শুরু হয়েছে মদিনার পানে ঢালু পথ।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল ‘রাজা খাক’। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মক্কা বিজয়ের প্রাক্কালে এক সাহাবির পাঠানো গোপন চিঠিটি হজরত আলি (রা.) উদ্ধার করেছিলেন। ইতিহাসের পাতায় এই স্থানটির গুরুত্ব অপরিসীম।
আমরা এখন অবস্থান করছি সেই বিশেষ গুল্ম বা উদ্ভিদরাজির কাছে, যেখানে অবস্থানকালে রসুল (সা.) মদিনার সীমানায় প্রবেশের প্রস্তুতি নিয়েছিলেন। এখানেই তিনি গোসল সেরে ও নতুন পোশাক পরিধান করে মদিনা মুনাওয়ারায় প্রবেশের জন্য নিজেকে প্রস্তুত করেন।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪০