ধর্ম ডেস্ক : রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকবেন এ মাসকে ঘিরে সমাজে কিছু কুসংস্কার আছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেমন রজব মাসে হাজারি রোজা বলতে কোনো রোজা নেই। এটি বানোয়াট। (কিতাবুল মাওদুয়াত, ইবনুল জাওজি : ২/২০৮, তালখিসুল মাওদুয়াত, পৃষ্ঠা ২০৯)
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩০