বিনোদন ডেস্ক : কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন সঞ্চালক কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নয়; রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি। গুরপাটওয়ন্ত সিং পান্নুর কাছ থেকে কপিলের উদ্দেশে এসেছে বার্তা। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন— কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে। এর আগে ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। বন্ধ ক্যাফের ওপর গুলি চালানোর ঘটনা যে আদতে ভয় দেখাতেই করা, তা বোঝাই যাচ্ছিল। সে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি। কিন্তু চার দিন পর আবার হুমকি পেলেন কপিল শর্মা। এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিং পান্নুর হুঙ্কার—ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যাওয়ার। ক্ষোভ উগরে পান্নু বলেন, কপিল কিংবা মোদি অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটি তাদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না। পান্নু বলেন, যেসব লোক প্রকাশ্য মোদির জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনো স্থান নেই। এ কৌতুকশিল্পীর কিছু কথা পছন্দ হয়নি হরজিৎ সিং লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে দায় স্বীকার করে নেন। তিনি কপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। কপিলের রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনাকে অবশ্য বিক্ষিপ্ত বলা যায় না। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক-র্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি
read more