শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি-মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ এলাকায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল আজিজ মিন্টু মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিয়ার রহমান মুন্সি, সদস্য সচিব আব্দুস সোবহান, সদস্য সফিকুল ইসলাম হৃদয়, আফজাল হোসেন, আমজাদ হোসেন, সিদ্দিক মাষ্টার, আব্দুর রাজ্জাক মেম্বার, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, তোজাম্মল হক রঞ্জু ও উপজেলা কৃষকপার্টির সভাপতি আলম মিয়া প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক পত্রে উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানকে আহবায়ক, আইয়ুব আলী সরকার, আব্দুল বাতেন সরকার, জয়নাল আবেদীন ও বেলাল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কিউএনবি/আয়শা/৩০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৪৫