মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুরের নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃনাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে। প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ আগস্ট ২০২৫/বিকাল ৪:১২