স্পোর্টস ডেস্ক : কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার মুখে পড়ে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি করেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। চড়া দামে টিকিট কেটে মেসির এক ঝলক দেখার আশায় আসা হাজার হাজার দর্শকের ক্ষোভ মুহূর্তেই রূপ নেয় ভাঙচুর ও হুলস্থুলে।
শনিবার সকালে যুবভারতী স্টেডিয়ামে পা রাখতেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মেসির মাঠ প্রদক্ষিণ বা কাছ থেকে দর্শনের সুযোগ না পেয়ে একাংশ দর্শক ক্ষুব্ধ হয়ে ওঠেন। রেলিং ভেঙে মাঠে ঢুকে পড়া, চেয়ার ও পানির বোতল ছোড়া- সব মিলিয়ে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় স্টেডিয়াম।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই নিরাপত্তা সংস্থার পরামর্শে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্ট অতিথিরাও যুবভারতীতে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় স্টেডিয়াম ছেড়ে দ্রুত বিমানবন্দরের পথে রওনা দেন মেসি।
আয়োজকদের বিরুদ্ধে দর্শকদের অভিযোগ- মানুষের আবেগ নিয়ে প্রতারণা করা হয়েছে। ১৮ হাজার টাকার ভিআইপি টিকিট কেটেও মেসির মুখ পর্যন্ত দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অনেক দর্শক কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ আবার ভবিষ্যতে আয়োজকদের সব অনুষ্ঠান বয়কটের ডাক দেন।
উল্লেখ্য, ১৪ বছর পর শুক্রবার মধ্য রাতে কলকাতায় আসেন লিওনেল মেসি। মূলত ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর- ২০২৫’ সফরে মেসির এই ভারত ভ্রমণ। কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি- মোট চারটি শহর পরিদর্শন করবেন মেসি। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কিছু কর্পোরেট নেতা এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।
কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫০