নিউজ ডেক্স: সোনার হাসি হাসতে চেয়েছিলেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। তবে সেই হাসি আজ দেওয়ার সুযোগ পেলেন না তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ব্যাডমিন্টন ফাইনালে হেরে গেছেন তারা। মালয়েশিয়ার ইসাক আনিফ-ক্লারিসা জান জুটির কাছে হেরেছেন জুমার-ঊর্মি জুটি।
২৭-২৫ ও ২১-১৪ গেমে হারায় রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। তবে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পরাজয় বরণ করার আগে চোখ চোখ রেখে লড়েছেন বাংলাদেশের জুটি। যার প্রমাণ প্রথম সেটের স্কোর, ২৭-২৫। তবে দ্বিতীয় সেটে দাঁড়াতে পারেননি জুমার-ঊর্মি। ২১-১৪ সেটে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে সোনা জয়ের স্বপ্নও ভেস্তে যায় তাদের।
ফাইনাল জিততে না পারলেও টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি ঊর্মি। তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা অনেক সন্তুষ্ট (রুপার পদক)। বাংলাদেশে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালে ফাইনালে উঠেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে খেলেছি, এটাতেই আমরা খুশি।’
কিউএনবি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:৩৮