আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ব্যাক্তিগত দখলমুক্ত চান্দিপাড়া সড়ক সম্প্রসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার বাজারের চান্দিপাড়া মোড়ে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।
হামিদুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং বোড়াগাড়ী ইউনিয় পরিষদের সদস্য আব্দুর রহমান। এ সময় এলাকাবাসীর পক্ষে অধ্যক্ষ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী, রশিদুল ইসলাম, নুর ইসলাম, এনামুল হক, এইচএম রতন, হায়দার আলী, শরিফ আহম্মেদ, সেহেল রানা, ইউপি সদস্য সুমন ইসলাম, মারুফ ইমাম নিশানসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন উক্ত চান্দিনা পাড়া রাস্তায় পানী নিস্কাসনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। কিন্তু কতিপয় প্রভাবশালী রাস্তা জবর দখল করে নির্মাণ কাজে বাধাঁ প্রদান করছে। এতে করে প্রচন্ড যানজটসহ প্রতিদিন নানাধরণের দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অতিদ্রুত রাস্তা দখলমুক্ত করে সড়ক সম্প্রসারণের জোর দাবী জানান তারা। আগামী ৭দিনের মধ্যে তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলন কারীরা।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩০