ক্রীড়া ডেস্ক : নিলাম থেকে লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টির অধিনায়ককে ৭৫ লাখ টাকায় কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বাদশতম বিপিএলের নিলামের ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে নাম ওঠে তার। সেখান থেকে ৭৫ লাখ টাকা তাকে দলে ভেড়ায় রংপুর। লিটনকে নেওয়ার পর নিলাম থেকে তাওহিদ হৃদয়কেও দলে ভিড়িয়েছে রংপুর। মিডল অর্ডার ব্যাটারকে ৯২ লাখ টাকায় পেয়েছে তারা। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।


























