নবী (সা.) প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং সাহাবায়েকেরাম (রা.) কেও তাহাজ্জুদ নামাজের জন্য উৎসাহিত করতেন।তাহাজ্জুদ নামাজ মুমিনের অন্যতম পাঁথেয়। শীতকালে রাত বড় হওয়ায় তাহাজ্জুদ নামাজের সুযোগ থাকে।
মুমিনের সকল চাওয়া -পাওয়া ও ইচ্ছা -আকাঙ্খা পূরণের জন্য আল্লাহ তাহাজ্জুদের সময় তার বান্দাদের ডাকেন। নবীজি (সা.) বলেন আছে কি কেউ, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কেউ আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব! রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ এভাবে বান্দাকে ডাকতে থাকেন। (বুখারি: ৬৩২১)
আল্লাহর নৈকট্য হাসিল ও আত্মশুদ্ধির জন্য নফল ইবাদত অপরিহার্য। আর আত্মশুদ্ধির জন্য রোজা অন্যতম একটি ইবাদত। শীতকালে সাধারণত দিন ছোট আর রাত বড় হয়। দূর্বল ও সবল উভয়ের জন্যই শীতকালে রোজা রাখার সুবর্ণ সুযোগ থাকে। আবু হুরায়রা (রা.)থেকে বর্ণিত নবি (সা.) বলেছেন,
সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। আমার পছন্দ , আমার আমল যেন পেশ করা হয় আমি রোজাদার অবস্থায়।’ (তিরমিজি,হাদিস ৭৪৭) আবু হুরায়রা (রা.) একদিন তার শিষ্যদের বললেন ‘আমি কি তোমাদেরকে সহজ গনীমত সম্পর্কে অবহিত করব না? তারা বললেন ,অবশ্যই। তিনি বললেন, শীতকালে রোজা রাখা।’ (সুনানে বায়হাকি ৪/২৯৭)
দান -সদকার সুযোগ
বান্দার বিপদ-আপদ, অভাব-অনটন দূরীকরণে সদকা অন্যতম ভূমিকা পালন করে। শীতের ঋতুতে শৈত্য প্রবাহে সমাজের নিম্নশ্রেণীর মানুষেরা অসহায় হয়ে যায়। বয়োবৃদ্ধদের অসুখ -বিসুখ বেড়ে যায়। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো আমাদের মানবিক দায়িত্ব। শীতকালেই এমন নেকী অর্জনের সুযোগ হয়। আর দান-সদকাকারী ব্যাক্তিও অনেক বিপদ -আপদ থেকে রক্ষা পায়। নবীজী (সা.) বলেছেন ‘দান-সাদাকাহ কারণে মানুষ ভয়ংকর মৃত্যু থেকে পরিত্রাণ পায় এবং দান-সাদাকাহ দ্বারা রোগ-ব্যাধি ভালো হয়।’(তিরমিযী হাদীস ৬৬৪)
অধিক সওয়াব অর্জনের সুযোগ
মু’মিন ব্যাক্তির ইবাদতের উদ্দেশ্য হল অধিক সওয়াব অর্জন ও সওয়াবের বিনিময়ে পরকালে মুক্তি লাভ। শীতকাল মুমিনের জন্য অধিক সওয়াব অর্জনের সুযোগ নিয়ে আসে।হজরত উমর (রা.) বলেছেন ‘শীতকাল ইবাদতগুজারের জন্য গনীমত’।(মুসান্নাফে ইবনে আবী শাইবা ৯৮৩৫)
বাংলাদেশ ষড় ঋতুর দেশ। প্রতি দু’মাস পর পর ঋতুর পালাবদল ঘটে। শীতকাল ঋতু সমূহের মধ্যে অন্যতম।ফল-ফুল ও শস্য নিয়ে আমাদের মাঝে হাজির হয় শীতকাল।শাক সবজি দিয়ে সমৃদ্ধ হয় খেত -খামার আর হাঁট -বাজার। শীতকাল মুমিন জিবনেও নিয়ে আসে ইবাদতের বসন্ত।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একদিন নবী (সা.) বললেন ‘আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না, যার দ্বারা আল্লাহ তা’আলা তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? তারা বললেন, ‘হ্যাঁ, অবশ্যই।’ তিনি বললেন ‘(তা হল-) কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে ওযু করা, মসজিদের দিকে বেশি বেশি হাঁটা এবং এক নামায আদায়ের পর পরবর্তী নামাযের জন্য অপেক্ষায় থাকা। এটাই রিবাত (সীমান্ত প্রহরা)।’ (সহীহ মুসলিম ,হাদীস ২৫১)
লেখক: ইমাম ,খতিব, ভবানীপুর জামে মসজিদ, ২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি