স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল পঞ্চম দিনে আর মাত্র ৪ উইকেট শিকার করলেই কাঙ্খিত জয় পেয়ে যাবে টাইগাররা।
চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ড চতুর্থ ইনিংসে ৫০৯ রানের টার্গেট তাড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে। ৫০ রান করে সাজঘরে ফিরেছেন হ্যারি টকার। ৩৪ রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার।