মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের হাসানুর রহমানকে নিখোঁজ দেখিয়ে মাদিলাহাটে অবস্থিত অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অন্য অংশীদার মোঃ রাকিব হোসেন নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং বিলুপ্তি ঘোষনা বিষয়ক নোটিশ প্রদান করেন। ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের দবিরুল ইসলাম এর পুত্র হাসানুর রহমানের লিখিত অভিযোগে জানা যায় যে, মাদিলাহাটে হাসান সুপার মার্কেটে হাসানুর রহমান ও রাকিব হোসেন এর ইলেক্ট্রনিকস্ ওয়ালটন শোরুম ও বিসমিল্লহ গার্মেন্টস ও ভাই বোন ফ্যাশন নামে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।
হাসান সুপার মার্কেটের স্বত্তাধীকারী আব্দুর রশিদ মন্ডলকে চুক্তিতে উল্লেখিত সিকিউরিটি বা জামানত প্রদান করে ব্যবসা পরিচালনা করছেন। মোঃ রাকিব হোসেন ব্যবসায়ীক পার্টনার হিসেবে হাসানুর রহমানকে নিখোঁজ দেখিয়ে ব্যবসার লোকশান দেখান। হাসানুর রহমান অনুপস্থিত থাকায় সুযোগ গ্রহন করেন ব্যবসার পার্টনার মোঃ রাকিব হোসেন।
এই ভাবে অংশীদারী প্রতিষ্ঠানটি রাকিব হোসেন এর পক্ষে পরিচালনা করা সম্ভব হচ্ছে না মর্মে মিথ্যা অযুহাত তৈরি করে দিনাজপুর জেলার বিজ্ঞ আইনজীবী ও নোটারি পাবলিক এর মাধ্যমে গত ১৬/১০/২০২৩ইং তারিখের ৯২নং অংশীদারী কারবার পত্র বাতিলের ঘোষনা দিয়ে নোটারি পাবলিককে অবহিত করেন। ঐ তারিখ থেকে মোঃ হাসানুর রহমান এর আর কোন আংশীদারী ব্যবসার অস্তিত্ব থাকবে না। এবং ব্যবসার কোন দাবি দাওয়া করতে পারবে না। প্রতিপক্ষ রাকিব হোসেন এফিডেভিট এ উল্লেখ করেন হাসানুর রহমানের দায় দেনা যা রয়েছে তার দায়ভার সে বহন করবে।
হাসানুর রহমান জানান, আমার ব্যবসায়ীক পার্টনার রাকিব হোসেন আমাকে ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ না দিয়ে আমি অনুপস্থিত থাকায় সে অতি গোপনে ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে ২৮/১০/২০২৫ইং তারিখে অংশীদারী কারবার বিলুপ্তি ঘোষনার নোটিশ প্রদান করেন। উল্লেখ্য যে, গত ১৪/০৯/২০২৫ইং তারিখে হাসানুর রহমান পারিবারিক সমস্যার কারণে প্রতিষ্ঠান ছেড়ে প্রবাশে চলে জান মর্মে রাকিব হোসেনকে বিষয়টি লিখিত ভাবে অবগত করেন।
সে এখন পর্যন্ত নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছেন। মোঃ রাকিব হোসেন প্রতিষ্ঠানগুলো থেকে আসা কোন লভ্যাংশ প্রদান করেন না এবং কাস্টমারদের কাছে দেওয়া বাকি টাকাগুলো সে এককভাবে ভোগ করছেন। এবং আমাদের প্রতিষ্ঠানের নামে করা লোনের টাকা সে যৌথভাবে পরিশোধ না করে ব্যক্তিগতভাবে পরিশোধ করে আসছে। মোঃ হাসানুর রহমানের অনুপস্থিতিতে প্রতিপক্ষ রাকিব হোসেন প্রতিষ্ঠানটি দখল ও লভ্যাংশ না দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে সরিয়ে দেওয়ার জন্য এই অপচেষ্টা গ্রহন করেন।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪