নিউজ ডেক্স : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) টংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল ৫-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় পূর্ব তিমুরের বিপক্ষে। দলের হয়ে দুই গোল করে দারুণ পারফরম্যান্স দেখান ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। ম্যাচের শুরুতেই ১১ মিনিটে রিফাত কাজীর হেডে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে মানিকের নিখুঁত ক্রস পেয়েই গোলটি করেন তিনি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক; নাজমুল হুদা ফয়সালের ফ্রি–কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে, ৪৩ মিনিটে আবারও গোল করেন মানিক। ডি–বক্সের ভিড় থেকে পাওয়া বল দক্ষতায় জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে বিরতিতে ৩-০ গোলে স্বস্তিতে থাকে বাংলাদেশ । দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ তৈরি হলেও বাংলাদেশ দু’টি গোলেই সীমাবদ্ধ থাকে। বিরতি থেকে ফিরেই ৪৯ মিনিটে বায়েজিত বোস্তামি স্কোরলাইন ৪-০ করেন। আর ম্যাচের ৮৮ মিনিটে আকাশ আহমেদের গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০ তে। এতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল–সবুজরা। এই গ্রুপে মোট ছয়টি দল খেলছে, যেখানে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে উঠবে। আগামী সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই।
কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:২৮