ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের পর ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪৪