স্পোর্টস ডেস্ক : এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা।
এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় পার্থে। প্রথম ইনিংসেও ইংল্যান্ডের একই দশা হয়েছিল। ক্রলি আউট হয়েছিলেন স্টার্কের বলে, সেবারও দলের রানের খাতা খোলা হয়নি। এরপর অস্ট্রেলিয়াও একই পরিস্থিতিতে পড়েছে। অভিষিক্ত জ্যাক ওয়েদারেল্ড আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই। জফরা আর্চারের বলে এলবিডব্লিউ হওয়ার সময় অস্ট্রেলিয়ারও রানের খাতা খোলা হয়নি।
কোনো টেস্টের প্রথম তিন ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন একজন করে ব্যাটার, ক্রিকেট ইতিহাস আর এমন নজির দেখেনি কখনোই, পার্থেই প্রথম ঘটল এমন নজির। তবে ক্রিকইনফো জানাচ্ছে, সব মিলিয়ে তিন ইনিংসে শূন্য রানে প্রথম উইকেট খোয়ানোর রেকর্ড আছে আরও ২টি। তবে তার কোনোটিই প্রথম তিন ইনিংসে টানা হয়নি।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০৪