বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) সকালে ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে ছিলেন শ্রদ্ধা। নাচের একটি দৃশ্যধারণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
শুটিং চলছিল লাভনি নৃত্যের। এটি একটি দ্রুতলয়ের নাচ। এ দৃশ্যে অংশ নিতে লাভনি নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন অভিনেত্রী। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে ১৫ কেজি ওজন নিয়ে নাচছিলেন শ্রদ্ধা। নাচের এক পর্যায় ভারসাম্য হারিয়ে ফেললে শ্রদ্ধার কোমরবন্ধনী মাটিতে পড়ে যায়। আর তাতে বেকায়দায় পা পড়ে গুরুতর আহত হন অভিনেত্রী।
এ ঘটনায় ২ সপ্তাহের জন্য ‘ঈথা’ সিনেমার শুটিং বন্ধের ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। কিন্তু প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ শ্রদ্ধা। তাই ‘ক্লোজ শট’র শুটিং চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ‘ক্লোজ শট’র শুটিং শুরু করার কিছুক্ষণের মধ্যে পায়ের ব্যথা বেড়ে যায় শ্রদ্ধার। তাই সিনেমার ইউনিট শুটিং বন্ধ করে দিয়ে অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়।
চিকিৎসকরা শ্রদ্ধাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। আহত পা নিয়ে নাচ অনুশীলনের নিষেধ করেছেন। তাই অভিনেত্রী পুরোপুরি সুস্থ হলেই আবার শুরু হবে ‘ঈথা’ সিনেমার বাকি শুটিং।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১৫