বিনোদন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় এবার সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিলেন যিনি, সেই ফাতিমা বশই জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।
ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’-এর মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তার এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। অন্যদিকে, ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো এই শিরোপা জয়।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৩৪