ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এ ভারত ‘এ’ দল সুপার ওভারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে সুপার ওভারের লড়াইয়ে বড় প্রশ্ন ছিল, ভারতের তরুণ আগ্রাসী ব্যাটার বৈভব সূর্যবংশীকে কেন নামানো হয়নি? ম্যাচ শেষে অধিনায়ক জিতেশ শর্মা জানালেন সিদ্ধান্তের কারণ। সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নামেন জিতেশ শর্মা ও রমণদীপ সিং। রমণদীপ শূন্য রানে আউট হন। এরপর নামা আশুতোষ শর্মাও শূন্য রানে ফিরে গেলে ভারত মাত্র ১ রানের লক্ষ্যই দিতে পারে বাংলাদেশকে।
জিতেশ জানান, সুপার ওভারে কাকে নামানো হবে, সে সিদ্ধান্ত ছিল পুরো দলের সম্মতিতে। তিনি বলেন, ‘দলে বৈভব আর প্রিয়াংশ পাওয়ারপ্লের মাস্টার। ডেথ ওভারে মারতে পারে আশু আর রমন। তাই সুপার ওভারের লাইনআপ ছিল টিম ডিসিশন, আর শেষ সিদ্ধান্তটা আমি নিয়েছি।’টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (২৩৯) করা সূর্যবংশী এ ম্যাচেও মাত্র ১৫ বলে ৩৮ রান করেছিলেন। কিন্তু তবু সুপার ওভারে তাকে পাঠাতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট।
ডেথ ওভারে দক্ষতার দোহাই দেখিয়ে আশুতোষ ও রমানদীপকে পাঠান জিতেশ, আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। ম্যাচে ভারতের বোলাররা দিনটা ভীষণ খারাপ কাটিয়েছেন। শুধু গুরজাপনীত সিং দুটি উইকেট পান; বাকিরা ছিলেন খরুচে। ফলে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৯৪ রান। লক্ষ্য তাড়ায় প্রিয়াংশ আর্য, সূর্যবংশী, নেহাল ওয়াধেরা ও জিতেশ শর্মা মিলে ভারতকে টেনে আনেন ম্যাচে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান।বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ভারত ম্যাচটা টাই করতে সক্ষম হয়। এরপরই সিদ্ধান্ত গড়ায় সুপার ওভারে, আর সেখানেই বাজিমাত করে বাংলাদেশ ‘এ’।
কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / সকাল ১০:৫৬