স্পোর্টস ডেস্ক : এই ম্যাচে ২ ওভারে তাসকিন ১ উইকেট নিলেও খরচ করেন ৩৬ রান, তার আরেক সতীর্থ দিয়েছেন ৩৭। তাতে ২ ওভার হাতে রেখেই আজমান ১১৯ রানের লক্ষ্যে পেরিয়ে যায়। এই ১১৯ রানের মধ্যে ৮ বলে ৪ ছয়ে ৩৩ করেন মঈন আলী। অনেরিন ডোনাল্ড ১২ বলে করেন ৩১। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করা রাইলি রুশো তাসকিনের শিকার হন। আলেক্স হেলস করেন ১৫। ওয়ারিয়র্সের হয়ে ১৫ রানে ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৫