ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সহকারী জজ আদালতের রায়ে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে জমি হস্তান্তর করেছে প্রশাসন।

শুক্রবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জজ আদালতের নায়েব নাজির মোঃ গোলাম রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল এতে অংশ নেয়।

জানা যায়, ৭ বছর আগে বঙ্গ সোনাহাট ইউনিয়নের মৃত অছিমুদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ এর ২২ শতক জমি জোর পূর্বক দখল করে বসতি নির্মাণ করেন চর সতিপুরী গ্রামের মৃত উজির সেখের পুত্র আফাজ উদ্দিন ও সোহরাব আলীর পুত্র মন্টু মিয়া।

৭ বছরের দীর্ঘ বিচারিক কার্য শেষে আব্দুল মজিদের অনুকূলে রায় দেয় আদালত। কুড়িগ্রাম সিভিল কোর্ট কমিশনারের নির্দেশে পুলিশের সহায়তায় ঢোল পিটিয়ে শুক্রবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।দীর্ঘ সাত বছর পর প্রকৃত মালিক জমি ফেরত পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৮:০১