স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা জিতেছে নিজেদের প্রথম আইসিসি নারী বিশ্বকাপ। ঠিক দুই বছর আগে এই ভারতের মাটিতেই এক স্বপ্নভঙ্গের শিকার হয়েছিল ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সেদিন।
সেই দৃশ্য পাপারাজ্জিদের চোখও এড়ায়নি। পুরো ম্যাচ জুড়েই টিভি ক্যামেরা বারবার ঘুরে গিয়েছে রোহিতের দিকে। যখন শেফালি ভার্মা চার-ছক্কা মারছিলেন, তিনি হাসছিলেন। স্মৃতি মান্ধানার দারুণ শটে মাথা নেড়ে প্রশংসা করছিলেন। ম্যাচের টানটান মুহূর্তে তিনি ছিলেন পুরো মনোযোগী। কিন্তু যখন দীপ্তি শর্মা শেষ দক্ষিণ আফ্রিকান উইকেটটি তুলে নিলেন, তখন রোহিতের প্রতিক্রিয়া যেন পুরো ভারতের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকলেন, চোখে জল চিকচিক করছিল।
মাঠে খেলোয়াড়রা যখন একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা রোহিতের সেই দৃশ্য যেন কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রোহিত জানেন এই জয়ের মানে কী’, আবার কেউ লিখেছেন, ‘রাজা তার রানীদের সালাম জানালেন।’
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১২:৪৪