ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত এই সমন্বিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক পদে কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অন্তত একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তারা ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন—
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৩