স্পোর্টস ডেস্ক : সিডনিতে আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে রোহিত করেছেন অপরাজিত ১২১। ভারত ১১.৩ ওভার হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। অজিদের সংগ্রহটা আরও বেশি হলে টাচে থাকা কোহলিও হয়তো তিন অঙ্কের দেখাটা পেয়ে যেতেন। ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রথম দুই ম্যাচেই ডাক মেরেছিলেন।
ভারত অধিনায়ক শুভমান গিল ২৬ বলে করেন ২৪ রান করে আউট হওয়ার পর রোহিত-কোহলির মধ্যে ১৬৮ রানের জুটি জয়। তারা ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ২-১ ব্যবধানে। রোহিত ম্যাচসেরা হয়েছেন, ২০২ রান করে হয়েছেন সিরিজসেরাও।
কোহলি এই ম্যাচে খেলতে নেমেছিলেন ওয়ানডেতে ১৪ হাজার ১৭৬ রান নিয়ে। ৭৪ রানের ইনিংস দিয়ে কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বনে যান তিনি। ৩০৫ ম্যাচে কোহলির রান ১৪ হাজার ২৫০, ৪০৪ ম্যাচে সাঙ্গাকারা করন ১৪ হাজার ২৩৪। ১৮ হাজার ৪২৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার।
ভারতের জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়ে গিয়েছিলেন হার্শিত রানা। ৩৯ রানে তার ৪ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২০ বল বাকি থাকতে। স্বাগতিকরা শেষ ৫টি উইকেট হারিয়েছে ৪৭ রানের মধ্যে। ট্রাভিস হেড ও মিচেল মার্শের মধ্যে হয়েছিলো ৬১ রানের উদ্বোধনী জুটি। হেডকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। ৪১ রান করা মার্শকে অক্ষর প্যাটেল ও ম্যাথিউ শর্টকে ওয়াশিংটন সুন্দর ফেরানোর পর হার্শিত রানা প্রথম শিকার করেন আলেক্স ক্যারির উইকেট।
রানার পরের শিকার হন মিচেল ওয়েন, কুপার কনোলি ও জশ হ্যাজেলউড। দলীয় ১৯৫ রানে আউট হওয়া ম্যাট র্যানশ করে সর্বোচ্চ ৫৬ রান। ভারতের হয়ে ২টি উইকেট পান সুন্দর।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪