টানা ১৮ ওয়ানডেতে টস হারল ভারত, ‘কুফা’য় ধারেকাছেও নেই কেউ
Reporter Name
Update Time :
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
২২
Time View
স্পোর্টস ডেস্ক : শুরুটা হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। তারপর থেকে একটানা চলছে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়কদের টসভাগ্য একই থাকছে। এ নিয়ে টানা ১৮ ওয়ানডেতে টস হারল ভারত। রোহিত শর্মা থেকে শুভমন গিল, ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্বের হাতবদল হলেও টসভাগ্যের বদল নেই।
আজ সিডনিতেও টস হেরেছেন শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি। তার আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি একদিনের ম্যাচেও টস জিততে পারেনি ভারত। আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত হচ্ছে।
এর আগে অধিনায়ক হিসেবে টানা ১২টি টস হারের নজির ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। এ ছাড়া নেদারল্যান্ডস ২০১১-র মার্চ থেকে ২০১৩-র আগস্টের মধ্যে টানা ১১টি টসে হেরেছিল। সেই রেকর্ড ভারত অনেকদিন আগেই ভেঙে দিয়েছিল। এবার দেখার এই ‘ধারাবাহিকতা’ কবে শেষ হয়?
তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয়। গত ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে দ্বিপাক্ষিক সিরিজে ভারত খুব একটা ভালো খেলতে পারছে না। অস্ট্রেলিয়াতেও সেই ছবি দেখা গিয়েছে। পার্থে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে ভারত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ ৭ উইকেটে হেরেছে তারা। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে লড়াই করেছে ভারত।
তারপরেও ২ উইকেটে হারতে হয়েছে। সিডনিতে তৃতীয় ম্যাচ হারলে হোয়াইটওয়াশ হবে ভারত। ৪১ বছর পর লজ্জার নজির গড়বে তারা। ভারতের পাশাপাশি নজর রয়েছে রোহিত ও বিরাট কোহলির উপরেও। রোহিত আগের ম্যাচে রান করেছেন। কোহলি দু’টি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। সিডনিতে তারা কেমন খেলেন, সে দিকে চোখ থাকবে সবার।