বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সম্প্রতি তার এই বিপুল সম্পদ এবং পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী। এক ভিডিওতে তিনি শাহরুখের বিপুল সম্পত্তির হিসাব তুলে ধরে প্রশ্ন তোলেন, এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাকে ক্ষতিকর পানমশলার প্রচার করতে হয়?
তিনি জানান, সত্যিই কি আরও ১০০ বা ২০০ কোটি টাকার এত প্রয়োজন শাহরুখের? তার কথায়, ‘সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন আপনি এত টাকা দিয়ে কী করবেন?’ ধ্রুবর ভাষ্যে, ‘শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন– এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি এই বিপুল অর্থই যথেষ্ট হয়ে থাকে, তবে পানমশলার মতো এত ক্ষতিকর একটি পণ্যের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?’
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০