স্পোর্টন ডেস্ক : ক্লাবের ব্যস্ততার মধ্যেই চলছে বিগ মিশন বিশ্বকাপ বাছাইয়ের তোড়জোড়। লাতিন অঞ্চলের বাছাই শেষ হলেও, ইউরোপ অঞ্চলে চলছে কোয়ালিফায়ারের ম্যাচগুলো। সে মিশনে এবার গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সামনে। এক সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে দিদিয়ের দেশমের দলের।
আগামী ১০ অক্টোবর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের দল। এর দু’দিন পর ফ্রান্সের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। বাছাইপর্বের এই দুই ম্যাচের জন্য দলে জায়গা পাননি লিভারপুল স্ট্রাইকার হুগো একিতিকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন কোলো মুয়ানি আর মারকাস থুরাম। দলে ফিরেছেন এনকুকু ও ফ্লোরিয়ান থোভা। আর প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ফিলিপ মাতেতা। তবে, গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় চিন্তার কারণ কিলিয়ান এমবাপ্পের ইনজুরি।
রিয়াল মাদ্রিদে ব্যস্ত সময় পার করা কিলিয়ান হঠাৎই ভিয়ারিয়ালের বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান। এরপরই গুঞ্জন ওঠে এমবাপ্পে আগামী দুই ম্যাচে থাকছেন কিনা তা নিয়ে। যদিও, এমন অবস্থায় ফ্রান্সের মেডিকেল টিম এমবাপ্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তবে এমবাপ্পের চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কিন্তু এই ফ্রেঞ্চ ফরোয়ার্ডের শারীরিক অবস্থা শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।
দিদিয়ের দেশম বলেন, ‘এমবাপ্পের ব্যাপারে এখন পর্যন্ত বিশেষ কোনো তথ্য আমার কাছে নেই। তবে, তার সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। তার সামান্য চোট আছে। তবে, ইনজুরি একেবারেই গুরুতর নয়। চোট গুরুতর হলে তিনি এখানে থাকতেন না। কিন্তু মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেই আমরা পদক্ষেপ নেবো। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে স্পেনে নিজেদের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে ইংল্যান্ড ফুটবল দল। যদিও, এবারের দুই ম্যাচের জন্য বাদ পড়েছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ ও হোয়ারটনরা।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:১৪