স্পোর্টস ডেস্ক : ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিং—বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ। আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখানে বেশ উন্নতি করেছেন। টি-টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন। নিজেরা আছেন দুই নম্বরে।
২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর এখন পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা।
সংখ্যাটি বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে টাইগারদের।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২