ডেস্ক নিউজ : বরগুনার পাথরঘাটায় প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী, তার দ্বিতীয় স্ত্রী ও সৎ ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার বাদী ও নিহত মহিমার ছেলে হেলাল তালুকদার আদালতে উপস্থিত ছিলেন।
মাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে হেলাল তালুকদার সাংবাদিকদের বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। আশা করি, উচ্চ আদালতে আপিল হলেও এই রায় বহাল থাকবে। তাহলে আমরা বলতে পারব—এ দেশেও এখনো ন্যায়বিচার পাওয়া যায়।”
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবিতে আসামিরা মিলে প্রথম স্ত্রী মহিমা বেগমকে হত্যা করে। প্রথমে মামলাটি যৌতুকের অভিযোগে দায়ের করা হলেও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণে এটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জুযারা শেপু বলেন, “রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ও প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।”
কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৯