বিনোদন নিউজ ডেক্সঃ পাকিস্তানি চলচ্চিত্র জগতের জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সত্তরোর্ধ এই অভিনেতা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহজাদ ভোলার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তদের মধ্যেও তার প্রয়াণে বিষাদের ছায়া। ক্যারিয়ারের শুরু থেকেই খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাকে অনেকেই ললিউডের ‘আইকনিক ভিলেন’ নামে ডাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস ছিল অন্যতম প্রধান সমস্যা। গত দুই মাসে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপের দিকে যেতে থাকে। অবশেষে ডায়াবেটিসের কারণে একটি পা কেটে ফেলতে হয়। এর পর থেকেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ফুসফুসে সংক্রমণ ও কিডনি ফেইলিওর মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা।