বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

পুঁজিবাজারে তিনদিনে বাজার মূলধন বেড়েছে ১৬১৪ কোটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। চলতি সপ্তাহে পুঁজিবাজারে কার্যদিবস বিবেচিত হবে তিনটি।

এর মধ্যে দুই দিনেই বাজার উর্ধ্বমূখী দেখা গেছে। এতে উভয় বাজারের প্রধান সূচকগুলো ও বাজার মূলধন বেড়েছে। এই তিনদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৪ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪১৫ পয়েন্টে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শেষে এটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস গত বৃহস্পতিবার ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে। এটি বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এই সময়ের ব্যবধানে ২১ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ পয়েন্টে।

চলতি সপ্তাহের তিন কার্যদিবসে এক্সচেঞ্জটিতে গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬২০ কোটি ১১ লাখ টাকা। গত সপ্তাহে যা হয়েছিল ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

এই সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে যা হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit