একেক জন দলের সাধারণ কর্মীদের অমুক সেনা তমুক সেনা তকমা দিয়ে দলের মধ্য নিজের বলয় সৃষ্টির জন্য দলকে বিভক্ত করছেন। আমি আমার কর্মীদের আমার সেনা বানাতে চাই না, আমি বিএনপির সেনা বানাতে চাই, আমি জিয়া,খালেদাজিয়া ও তারেক রহমানে সেনা বানাতে চাই। আমি যেমন বাংলার রাখাল রাজা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ার পার্সন খালেদাজিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের বিএনপি করি তেমনি আমার কর্মীরাও তাই করে, কারো নিজস্ব সেনা নয়। মনোনয়নের বিষয়ে যোগ্যতা ও রাজনৈতিক বিবেচনায় তিনি নিজেগে যোগ্য দাবি করে বলেন, হিংসা বিদ্যেস নয় আমরা চার জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, আর তখন সবাই মিলে ধানের শীষ কে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। পথসভা শেষে কলসনগর বাজার ও দুয়ারিয়ার সাতপুকুরিয়া মোড়ে গণসংযোগ করেন।
কিউএনবি/অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /দুপুর ১:৪২