নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাততন ধর্মাবলম্বীদের মাঝে পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে । উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু ।
মঙ্গলবার বিকালে শহরের খিদিরপুর কালী মন্দির প্রাঙ্গনে নওগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টুর সার্বিক সহযোগিতায় প্রায় ২শতাধিক অসহায় মানুষদের মাঝে এ সব উপরহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।অনুষ্ঠানে খিদিরপুর পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক প্রবীর মিত্র সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /দুপুর ১:৪২