আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে রাতের বেলায় আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে ২ জনের মরদেহসহ মোট তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো ৫ বছর বয়সী এক শিশু নিখোজ রয়েছে। নিখোঁজ শিশু উদ্ধারকৃত মৃত সালমা বেগমের সন্তান বলে জানাগেছে। দুর্ঘটনায় কবলিত সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাতে লংগদুর কাপ্তাই হ্রদে এই ঘটনা ঘটে। নিখোজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। জানাযায়, জনৈক বাসিন্দা আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান, সেখান থেকে ফেরার পথে মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এসময় ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে প্রচন্ড উত্তালতায় হ্রদে পানিতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৫ বছর বয়সী শিশুর খোঁজ এখনো মেলেনি। তাকে উদ্ধারে রাঙামাটি থেকে যাওয়া ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন তেজস্বী বীর।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০