বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ Time View

নিউজ ডেক্সঃ   গাজীপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন নিহত হন। পরে গুরুতর আহত হেলপার ও ড্রাম ট্রাকের মালিক বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল খানের মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. নাদিরউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit