বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

রোনালদোকে নিয়ে সৌদির ২২.৪ বিলিয়ন ডলারের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ Time View

স্পোর্টস ডেস্ক : একসময় ধর্মীয় অনুশাসনে আবদ্ধ রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন বিশ্ব পর্যটনের কেন্দ্র হয়ে উঠতে নিচ্ছে বড় পরিকল্পনা। ২০৩০ সালের মধ্যে দেশটির ইভেন্ট খাতে আনুমানিক ২২ দশমিক ৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট নিয়েছে যা জিডিপিতে অবদান রাখবে প্রায় ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর এ টার্গেট পূরণে সৌদি আরব পোস্টার বয় হিসেবে সামনে নিয়ে আসছে সিআর-সেভেনখ্যাত কিংবদন্তি তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। 

২০৩০ কে টার্গেট করে সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ এসটিএ তাদের ভোক্তাবান্ধব ব্র্যান্ড ‘Saudi, Welcome to Arabia’-এর অধীনে নতুন বৈশ্বিক ক্যাম্পেইন চালু করেছে। ‘I came for football, I stayed for more’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইন ইউরোপ, ভারত ও চীনসহ গুরুত্বপূর্ণ বাজারে প্রচারিত হবে। এতে সৌদির আসন্ন বিশ্বমানের ক্রীড়া, বিনোদন, চলচ্চিত্র, ফ্যাশন ও সাংস্কৃতিক ইভেন্টগুলোর দীর্ঘ মৌসুম তুলে ধরা হবে। ভিডিও ক্যাম্পেইনে রোনালদোকে দেখা যাবে নানা ইভেন্টে অংশ নিতে। 

রিয়াদ, জেদ্দা ও আলউলাজুড়ে বছরজুড়ে চলা বৈচিত্র্যময় ক্রীড়া ও বিনোদন ইভেন্টগুলো ক্যাম্পেইনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- ফিফা বিশ্বকাপ ২০৩৪, এএফসি এশিয়ান কাপ ২০২৭, ই-স্পোর্টস অলিম্পিক গেমস ও এশিয়ান উইন্টার গেমস। এছাড়া ফর্মুলা ওয়ান, ডাকার র‍্যালি, ইউএফসি, PFL, LIV গলফ, RSL, WWE ও ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো আন্তর্জাতিক আয়োজনে সৌদি আরব নিজেকে বৈশ্বিক ক্রীড়া কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করছে।

শুধু ক্রীড়াই নয়, সংস্কৃতি ও বিনোদনেও সমৃদ্ধ হচ্ছে সৌদির বার্ষিক আয়োজন। এতে রয়েছে রিয়াদ ফ্যাশন উইক, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর্টস বিয়েনিয়ালসহ নানা মৌসুমি আয়োজন। সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষের সিইও ফাহদ হামিদাদ্দিন জানান, ‘রোনালদোকে যুক্ত করে আমরা আধুনিক সৌদি আরবের চিত্র তুলে ধরছি। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ১৫০ মিলিয়ন পর্যটক আকর্ষণ করা।’

রোনালদো বলেন, ‘এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। সৌদি ক্রীড়া, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে ভবিষ্যৎ গড়ে তুলছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit