স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি গড়লেন বড় এক রেকর্ড। এই রেকর্ড এতদিন স্রেফ সাকিব আল হাসানের একারই ছিল, সে রেকর্ডে হাত দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ১০০ উইকেটের দেখা পেলেন। সঙ্গে সঙ্গে তিনি বনে যান বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার, যিনি এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক। এর আগে একমাত্র বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন।
৪০ বছর বয়সী নবি এখন পর্যন্ত খেলেছেন ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ২২৪৬ রান, আর বল হাতে নিয়েছেন ১০১ উইকেট। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তার দ্বিতীয় শিকার ছিল মোহাম্মদ হারিস। এর আগে ফখর জামানকে আউট করেই নবি ছুঁয়ে ফেলেন ১০০ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টিতে নবির সর্বোচ্চ রান ৮৯, আর বল হাতে তার সেরা বোলিং ৪ উইকেটে ১০ রান। তিনি এখনও দুটি পাঁচ উইকেট পেয়েছেন এই ফরম্যাটে। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট রয়েছে রশিদ খানের, তার সংগ্রহ ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট। অন্যদিকে, সাকিব আল হাসান ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান ও নিয়েছেন ১৪৯ উইকেট। ব্যাটিং গড়ে তিনি এগিয়ে থাকলেও নবির স্ট্রাইক রেট বেশি।
মঙ্গলবারের ম্যাচে নবি ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নেন ২ উইকেট। তার পাশাপাশি রশিদ খান, নূর আহমদ ও ফজলহক ফারুকি নেন ২টি করে উইকেট। তাদের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে জয় পায় আফগানিস্তান। এই কীর্তির মধ্য দিয়ে মোহাম্মদ নবি নিজের নাম তুললেন ইতিহাসের পাতায়। যেখানে তার পাশে আছেন শুধু বাংলাদেশের সাকিব আল হাসান।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:৩৩