নিউজ ডেক্সঃ ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। বিমানের ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া জানায়, ফ্লাইট এআই ২৯১৩ রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে ছেড়ে যায়। তবে ইঞ্জিনে সমস্যা ধরা পড়লে পাইলট নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে ইঞ্জিন বন্ধ করেন এবং বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করান।
এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিমানটিকে পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। ভারতের বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৩৫