নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা মিউজিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের মুক্তির মোড় পার্কভিউ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মুন্না। এতে নওগাঁ জেলার সংগীতাঙ্গনের নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়। সংগীতের মান উন্নয়ন, শিল্পীদের অধিকার রক্ষা, নতুন প্রজন্মকে সংগীতে উদ্বুদ্ধ করা, সংগীতচর্চার সঠিক পরিবেশ তৈরি এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করার বিষয়ে বক্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার। তাই তরুণ প্রজন্মকে অসংগীত বা বিকৃত সংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংগীতচর্চায় সম্পৃক্ত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় স্থানীয় শিল্পীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ও প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করা হয়।সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, নির্বাহী সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন। শেষে সংগীত অঙ্গনকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/রাত ৯:০১