মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে এলাকার মানুষের জরুরী স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নামে এ্যাম্বুলেন্স উদ্বোধন ও দোয়া অনুষ্টিত হয়। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করেন আমবাড়ী উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম আশিকুর রহমান। গত শুক্রবার বাদ জুমা আমবাড়ী বাজারে বিএনপি’র নামে এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ১০নং পুনট্টি ইউপির ছাত্রদলের সভাপতি মোঃ বায়েজিৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ০৭ মোস্তাফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান, ১০নং পুনট্টি ইউপি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম।
উদ্বোধন করার পূর্বে বক্তব্য রাখেন এ্যাম্বুলেন্স এর মালিক মোঃ আজিজুল হক। তিনি বলেন, আওয়ামীলীগের শাসন আমলে আমি বিএনপি করায় আমাকে হয়রানি করা হয়। বাড়ীতে থাকতে পারি নাই। ৫ই জুলাই আগষ্ট স্বৈরাচারী ফ্যাসীষ্ট সরকারের পতন হওয়ার পর আমি আমার পরিবারের সাথে কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সহযোগীতায় এলাকার মানুষের স্বাস্থ্য সেবা উন্নত করার লক্ষে বাড়ীর জমি ও গরু বিক্রি করে ৮ লক্ষ টাকা ব্যয়ে বিএনপির নামে এই এ্যাম্বুলেন্সটি উৎসর্গ করি। শুধু সরকারি মূল্যে জনসাধারণ কে সেবা প্রদান করা হবে। আমি আমার নিজের জন্য কিছুই করি নাই। এটাই আমার শেষ সম্বল। তার স্ত্রী মোছাঃ আরিফা বেগম এর সার্বিক সহযোগীতায় এ্যাম্বুলেন্সটি পরিচালনা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:১৯