আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নীলফামারীর ডোমারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।এতে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলী। সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক জুলফিকার আলী ভুট্টু, আবু ফাত্তাহ কামাল পাখী, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, ইয়াসীন মোঃ সিথুন, রাশেদুল ইসলাম আপেল, আবরার হোসেন আলভী, শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখসহ বিভিন্ন সংবাদকর্মীগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত বটে। তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মোঃ মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন গণমাধ্যমকর্মীর।
কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৮