ডেস্ক নিউজ : জাতীয় বেতন স্কেল শিগগিরই ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য বিষয়গুলোরও সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
শিক্ষা সচিব বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি বলেন, মন্ত্রণালয় শিক্ষকদের আলোচনার জন্য ডেকেছে এবং আলোচনার মাধ্যমে একটি সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষকদের জন্য ‘লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে’ যাওয়ার প্রক্রিয়াকে তিনি একটি উত্তরণ হিসেবে দেখছেন।
তিনি আরও জানান, “কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে।” এই প্রচেষ্টায় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, “আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।”
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০