আবু জাহের শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বন্যার তীব্র ভাঙনে গৃহহীন ও অসহায় মাজেদা বেগমের পাশে দাঁড়ালেন শেরপুর-ধুনটের তরুণদের অনুপ্রেরণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এস আর গ্রুপের এমডি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
১০ আগস্ট (রবিবার) সকালে আসিফ সিরাজ রব্বানীর প্রতিনিধি দল ও সুঘাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিনোদপুর গ্রামে করতোয়া নদীগর্ভে বিলীন হওয়া মাজেদা বেগমের ভিটেবাড়িতে গিয়ে ঢেউটিন সহায়তা প্রদান করেন। সম্প্রতি বন্যার তীব্র ভাঙনে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডেরর বিনোদপুর গ্রামে মাজেদা বেগমের বাড়িঘর সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়ে যায়।
ফলে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে মানবিক উদ্যোগ নেন বিএনপির এই তরুণ নেতা। আসিফ সিরাজ রব্বানী ঘর পুননির্মাণের জন্য ঢেউটিন প্রদান করে গৃহহীন মাজেদা বেগমকে পুনরায় আশ্রয় গড়ে তোলার সুযোগ করে দেন। ঢেউটিন প্রদানকালে প্রতিনিধি স¤্রাট বলেন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী ভাঙ্গনের খবর গনমাধ্যমে প্রকাশের পর দৃষ্টি গোচর হয়। এরপর স্থানীয় নেতাকর্মী সাথে যোগাযোগ করে অসহায় পরিবারের পাশে দাড়ান। জিএম সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী সবসময় অসহায় গরীব মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এ সময় ভুক্তভোগী মাজেদা বেগম বলেন, “আমার বাড়িঘর সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে। স্থায়ী বসবাসের জায়গা ব্যবস্থা করতে আসিফ সিরাজ রব্বানী ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।”স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আসিফ সিরাজ রব্বানী ও গোলাম মোহাম্মদ সিরাজ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, মানুষের দুঃসময় পাশে দাঁড়িয়ে মানবিক উদাহরণ সৃষ্টি করে আসছেন। তাদের এ সহায়তায় আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাজেদা বেগম ও স্থানীয় এলাকাবাসাী।
কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:৫৪