স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে বাবর শেষবার টি-২০ খেলেছিলেন গত বছরের ১৪ ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে ওই ম্যাচ শেষে পাকিস্তান আরও ১৪টি টি-২০ খেলেছে। এই ১৪ ম্যাচে বাবর খেলবেন তো দূরের কথা, স্কোয়াডেও ডাক পাননি। দলটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
আফ্রিদির অভিযোগ, বাবরের জায়গায় যারা খেলছেন, তাদেরও স্ট্রাইকরেটও ভালো নয়। তাই বাবরকে বাদ দেওয়া উচিত হয়নি। আফ্রিদি বলেন, ‘যদি স্ট্রাইকরেট উদ্বেগের বিষয় হয়, তবে আমি বিশ্বাস করি নতুনদের আরও ভালো খেলা উচিত। বাবরেরও তাদের মতোই স্ট্রাইকরেট।’
বাবর আজমের টি-২০ স্ট্রাইকরেট ১২৯.২৩। তিনি যখন থেকে খেলছেন না, তখন থেকে ব্যাটারদের মধ্যে আগা সালমান ও ফখর জামানের স্ট্রাইকরেট আরও কম। ১২৪.৫২ স্ট্রাইকরেটে আগা সালমান ৩৩০ ও ১১৩.৪৮ স্ট্রাইকরেটে ফখর ১০১ রান করেছেন। ফখরের সার্বিক টি-২০ স্ট্রাইক বাবরের চেয়ে একটু বেশি—১৩১.৭৮। সালমান টি-টোয়েন্টিতে ব্যাট করেন ১১৫.৮৬ স্ট্রাইকরেটে।
আফ্রিদি বলেন, ‘বাবর নির্ভরযোগ্য ব্যাটার। যখনই সে ক্রিজে নামে, রান করবে বলে প্রত্যাশা থাকে। তাকে বাদ দেওয়ার জ্ঞান মাথায় ঢুকছে না। সে অন্যদের মতো স্ট্রাইকরেটেই খেলছে।’
কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫