আন্তর্জাতিক ডেস্ক : জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, পূর্ব জাপানে সেলফ-ডিফেন্স ফোর্সেসের একটি এফ-২এ সিঙ্গেল-জেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
জাপানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইবারাকি প্রদেশের হায়াকুরি বিমান ঘাঁটি থেকে বিমানটি প্রশিক্ষণ উড্ডয়নের পরপরই সাগরে আছড়ে পড়ে।
এতে আরও বলা হয়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। গত মে মাসে দেশটির একটি টি-৪ সামরিক প্রশিক্ষণ বিমান আইচির কেন্দ্রীয় প্রদেশে বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হন।