শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাবরকে দলের বাইরে রাখার পক্ষে নন আফ্রিদি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আল-আরাফাহ ইসলামী ব্যাংকে হামলায় এইচআর হেডসহ আহত ১৫ জিম্বাবুয়েকে অলআউট করে এক সেশনেই নিউজিল্যান্ডের লিড লেট আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান: পরিবেশের ভারসাম্য রক্ষায় এক সবুজ পদক্ষেপ চুলের যত্নে অ্যালোভেরা ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প ঢাকায় জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসবে অগ্রণী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি মনিরামপুরে বিএনপি নেতার ভাইকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

২০২৭ সালে জাপানে আকাশে উড়বে বৈদ্যুতিক ‘এয়ার ট্যাক্সি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের বিমান সংস্থা এএনএ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৭ সালের শুরু থেকেই বৈদ্যুতিক ‘এয়ার ট্যাক্সি’ চালুর আশা করছে।

বৃহস্পতিবার টোকিও থেকে এএফপি জানায়, এএনএ ও ক্যালিফোর্নিয়াভিত্তিক জোবি এভিয়েশন যৌথভাবে পাঁচ আসনের ১০০টির বেশি ‘এয়ার ট্যাক্সি’ চালু উদ্যোগ নিচ্ছে।

এক বিবৃতিতে এএনএর প্রেসিডেন্ট ও সিইও কোজি শিবাতা বলেন, উড়ন্ত ট্যাক্সি আমাদের আকাশপথে যাতায়াতের রীতিতে বিপ্লব ঘটাবে।

এএনএ’র এক মুখপাত্র এএফপিকে জানান, এই এয়ারক্রাফটগুলো একজন পাইলটসহ চারজন যাত্রী বহনে সক্ষম হবে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার (২০০ মাইল) গতিতে চলতে পারবে। ২০২৭ সাল থেকেই এই যানগুলো চালু করা সম্ভব হতে পারে।

প্রকল্পটিতে টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরের সঙ্গে শহরের সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে রুটের পরিসর বাড়ানোও সম্ভব হবে।

এএনএ জানায়, বর্তমানে টোকিওর প্রাণকেন্দ্র থেকে নারিতা যেতে গাড়ি বা ট্রেনে প্রায় এক ঘণ্টা বা তার বেশি সময় লাগে। কিন্তু জোবির পাঁচ আসনের এয়ার ট্যাক্সি সেই সময় মাত্র ১৫ মিনিটে কমিয়ে আনবে।

এই এয়ার ট্যাক্সিতে চলাচলের ভাড়া সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষের জন্য এএনএ এটি যথাসম্ভব সাশ্রয়ী রাখতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

আগামী অক্টোবর মাসে ওসাকা এক্সপোতে জনসম্মুখে একটি পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শন করবে এএনএ ও জোবি।

জোবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও সিইও জোবেন বেভার্ট বলেন, প্রাচীন জ্ঞান, কিংবদন্তিতুল্য কারুশিল্প ও উচ্চাকাঙ্ক্ষা যেখানে এসে মিলিত হয়েছে, সেই স্থানই হচ্ছে জাপান। আর এ কারণেই আকাশযাত্রার ভবিষ্যৎ পুনর্নির্ধারণে জাপান একটি অসাধারণ সূচনাস্থল।

প্রতিষ্ঠানটি জানায়, জোবির উড়ন্ত যান হেলিকপ্টারের মতো উড়াল দেয়, এরপর বিমানের মতো সামনের দিকে উড়ে চলে। এতে শব্দ দূষণ নেই বললেই চলে এবং কোনো কার্বন নিঃসরণও হয় না।

এদিকে, চলতি বছরের ডিসেম্বরেই আরেক উড়ন্ত ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান ভলোকপটার দেউলিয়া হওয়ার আবেদন করে। এর কয়েকদিন আগে একই খাতে জার্মানির আরেক প্রতিষ্ঠান লিলিয়ামকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো হয়।

ভলোকপটার ২০২৫ সালেই তার দুই আসনের ‘ভলোসিটি’ মডেল বাজারে আনতে চেয়েছিল। তবে চলতি গ্রীষ্মে প্যারিস অলিম্পিকে পরীক্ষামূলক ফ্লাইট বাতিল করতে হয়। কারণ সময়মতো তাদের এয়ারক্রাফট ইঞ্জিনের অনুমোদন মেলেনি।

সূত্র : এএফপি।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit