আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মরহুমা নুর জাহান বেগমের মৃত্যু দাবীর চেক প্রদান ও দোয়া অনুষ্ঠান সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বিএসসি পাড়া মরহুমা নুর জাহান বেগমের উঠানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার সার্ভিস সেন্টারের ইনচার্জ আতিয়ার রহমান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর, ঠাকুরগাঁও অঞ্চলের ইনচার্জ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে নীলফামারী ডিভিশন অফিসের এসইভিপি ও ইনচার্জ নজরুল ইসলাম, ডোমার সার্ভিস সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বুলবুল আলম, ভাইস প্রেসিডেন্ট সোনালী বেগম, মরহুমা নুর জাহান বেগমের নমিনি পারভীন আক্তার, সমাজ সেবক মতিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য- উক্ত এলাকার নুর জাহান বেগম ২০২৪ সালে ৫০ হাজার টাকার বীমা অংকের একটি প্রলেসি গ্রহন করেন। এর বিপরীতে ২টি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যু বরণ করেন তিনি। তার সন্তান প্রতিবন্ধি হওয়ায় তার ভাজতী পারভীন আক্তারকে নমিনি করেন। বীমা কর্তৃপক্ষ আজ নমিনি পারভীন আক্তারের হাতে মৃত্যু দাবীর ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
আলোচনা শেষে মরহুমা নুর জাহান বেগমের রুহের আত্নার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আতিয়ার রহমান। বীমাখাতকে এগিয়ে নিয়ে দেশ ও জাতীকে উন্নত করতে সকলকে বীমা করার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৩