মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বৃদ্ধি, খেলাধুলার চর্চা, নৈতিক উন্নয়ন এবং মাদকমুক্ত প্রজন্ম গড়ার দৃঢ় অঙ্গীকারে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে অগ্রযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব বাবুল ডাক্তার এবং পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর।
অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সহ-সভাপতি আমজাদ হোসেন, থানাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন ও পাথরডুবি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কাউসার আলী।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটানোই প্রকৃত শিক্ষা। তারা মাদকমুক্ত ও সুশৃঙ্খল প্রজন্ম গড়তে শিক্ষক-অভিভাবক-সমাজের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। সমাবেশে পাথরডুবি ইউনিয়নের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫