ডেস্ক নিউজ : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাক্সক্ষা এখানে ছিল। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি। তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারেনি।
আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে, গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি, সেখানে যে ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেন যোগ করা হয়, তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুলসহ কেন্দ্রীয় নেতারা।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ১০:৫৫