স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারের ক্লাবটিতে শেষের দিকে টেন হ্যাগের সঙ্গে রোনালদোর দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। রোনালদো ম্যাচটাইম কম পাচ্ছিলেন, তার পারফরম্যান্সে কোচও খুশি ছিলেন না। যে কারণে অহরহ রোনালদোর দল ছাড়ার গুঞ্জন ভাসছিল। কাতার বিশ্বকাপ শেষে রোনালদোও আর ক্লাবে ফিরেননি। ডিসেম্বরে চুক্তি করেন সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে।
ম্যানচেস্টার অধ্যায়ের ইতি ঘটিয়ে রোনালদো নানা সময়ে দলটির তৎকালীন কোচ টেন হ্যাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আল নাসরের সঙ্গে চুক্তি করার আগে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টেন হ্যাগের জন্য আমার কোনো সম্মান নেই। কারণ, আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।’
প্রকাশ্য দ্বন্দ্ব থাকলেও ম্যানচেস্টারে রোনালদো কখনও সমস্যার কারণ ছিলেন না বলে মনে করেন টেন হ্যাগ। ডাচ কোচ এখন জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের দায়িত্বে। তার দল আজ চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল স্টামফোর্ড ব্রিজে।
২-০ গোলে হারের পর হ্যাগ বলেন, ‘আমার কাছে রোনালদো কখনও সমস্যা ছিল না। আমি মনে করি সেটা অতীত… ভবিষ্যতের জন্য আমি তাকে শুভকামনা জানাই। শুভকামনা।’
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ১১:০০