মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বোচাগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় সেতাবগঞ্জ মেলাকাচি মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা উলামা বিভাগের সেক্রেটারি, বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আবু তাহের সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ, সেক্রেটারি আবু তাহের সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মিরাজ ইসলাম মিরাজ, আব্দুল কাজী নূর আলম, রবিউল ইসলাম, আব্দুল বাতেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। বাংলাদেশের ইতিহাসে যুব সমাজ বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী ঘটনা, যা পরিবর্তনের দিগন্ত উন্মোচন করেছে। তারা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ আদর্শিক, শৃঙ্খলাপূর্ণ এবং সেবামূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার আশ্রয় নেই। বরং প্রশিক্ষণের মাধ্যমে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার কাজ চলছে।
কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩২